LOOM & COLOR

Return & Exchange

RETURN POLICY


প্রোডাক্ট রিপ্লেসমেন্ট/এক্সচেঞ্জ/রিটার্ণ পলিসিঃ


যেকোনো প্রোডাক্ট ক্রয়ের পর প্রোডাক্ট পরিবর্তন/এক্সচেঞ্জ, রিফান্ডের জন্য নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য হবেঃ যে সব কারনে আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন :
১. ডেলিভার্ড প্রোডাক্টে কোন প্রকার খুঁত থাকলে ( ছেড়া, ফাটা বা কোন দাগ)
২. অর্ডার করা প্রোডাক্টের পরিবর্তে অন্য প্রোডাক্ট পেলে, ভুল প্রোডাক্ট পেলে , সাইজ যেটা অর্ডার করছেন সেটা না পেলে।


যে সকল কারণে প্রোডাক্ট রিটার্ন/পরিবর্তন প্রযোজ্য হবেনা


১. প্রোডাক্টের ভুল ব্যবহারের কারণে প্রোডাক্টের কোন প্রকার ক্ষতি হলে
২. প্রোডাক্টের কোন প্রকার অস্বাভাবিক ব্যবহারের ফলে কোন প্রকার ক্ষতি সম্পন্ন হলে
৩. প্রোডাক্টে কোন প্রকার কাস্টোমাইজেশনের ফলে প্রোডাক্ট ক্ষতিগ্রস্থ হলে
৪. কোন প্রকার ডিস্কাউন্ট বা প্রমোশনাল প্রোডাক্টের ক্ষেত্রে রিটার্ন/এক্সচেঞ্জ পলিসি গ্রহণযোগ্য হবেনা।
৫. ড্রেস ট্রায়াল করার পর ইনটেক্ট অবস্থায় না থাকলে
৬. প্রোডাক্ট রিটার্নের সময় অরিজিনাল প্যাকেজিং(বক্স সহ) এবং অন্যান্য আইটেম (মেমো সহ) যদি অক্ষত অবস্থায় না থাকে
৭. ডেলিভার্ড প্রোডাক্টের কোন ত্রুটি না থাকা সত্বেও শুধুমাত্র ক্রেতার পছন্দ না হলে ।


প্রোডাক্ট এক্সচেঞ্জ এর জন্য যা যা করতে হবে


প্রোডাক্ট রিপ্লেসমেন্ট/এক্সচেঞ্জ এর জন্য আপনাকে নিন্ম লিখিত তথ্য দিয়ে অভিযোগ করবেন ।
১. প্রোডাক্ট পার্চেসের প্রমাণাদি (ক্যাশ মেমো, কুরিয়ার রিসিট)
২. অর্ডার নম্বর, অথবা ইনভয়েস নম্বর, অর্ডার করার সময় যে মোবাইল নাম্বার দেয়া ছিল।
৩. পেমেন্টের তথ্যাবলী, (কিভাবে পন্যের দাম পরিশোধ করেছেন, কত টাকা দিয়েছেন, কত টাকা অগ্রিম পরিশোধ করা ছিল,যে মাধ্যমে টাকা পরিশোধ করেছন, যদি বিকাশ অথবা অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যাবহার করে থাকেন তাহলে তার তথ্য সেই নাম্বার এর শেষ তিনটি সংখ্যা এবং সময় তারিখ এই তথ্য গুলো দিয়ে সহায়তা করলে আপনার এবং আমাদের কাজ টা দ্রুত সমাধান করা সম্ভব হবে )


কিভাবে অভিযোগ করবেন:


প্রোডাক্টের ব্যপারে যেকোনো অভিযোগের জন্য একজন ক্রেতা প্রোডাক্ট রিসিভ করার ২৪/48 ঘন্টার মধ্যে নিম্নে প্রদান করা মাধ্যম গুলো ব্যবহার করে আমাদের কাছে কমপ্লেইনটি অথবা আপনার অসুবিধা টি জানাতে পারবেন।
১/হটলাইন নম্বর ( আমাদের হটলাইন নম্বরসমূহতে কল করে আমাদের কাস্টোমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলে অভিযোগ স্বম্পর্কে জানাতে পারবেন) আমাদের হট লাইন নম্বর সমূহঃ 01857952957 অথবা +8801792240516
২/ ই-মেইল (আমাদের অফিসিয়াল ই-মেইল এড্রেসে info.loomncolor.com.bd অথবা loomncolor@gmail.com -এ প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাঠাতে পারবেন)
৩/ ফেসবুক পেজ (https://www.facebook.com/loomncolor) আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করে আপনার পণ্যের সম্পর্কে অভিযোগ প্রদান করতে পারেন। কমপ্লেইন সাবমিট করার জন্য নিম্নে বর্ণিত তথ্য গুলো পূরণ করে পাঠাতে হবেঃ
১. আপনার নাম/ যে নামে পার্সেল রিসিভ হয়েছে
২. আপানার ঠিকানা (যে ঠিকানায় প্রোডাক্ট ডেলিভারি পেয়েছেন)
৩. প্রোডাক্ট কোড ( যে পণ্যের ত্রুটি/সমস্যার জন্য কমপ্লেইন করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের কোড)
৪. অর্ডার এর পরিমান - (কতগুল প্রোডাক্ট অর্ডার করেছিলেন।)
৫. প্রোডাক্টের মূল্য (যদি ডিসকাউন্ট দেয়া থাকে অবশই উল্লেখ করতে হবে । )


রিফান্ড পলিসি


আমরা আপনার রিটার্ন আবেদন পাওয়ার পর আমাদের কাছে স্টকের প্রাপ্যতা সাপেক্ষে ফেরত প্রক্রিয়া শুরু করি । যদি পণ্যটি স্টকের বাইরে থাকে তবে আপনি সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন কোন জিজ্ঞাসা ছাড়াই। অনুগ্রহ করে মনে রাখবেন যে ক্যাশ অন ডেলিভারির চার্জ বা শিপিং চার্জ আপনার অর্ডারের ফেরত মূল্যে অন্তর্ভুক্ত করা হবে না কারণ এইগুলি অ-ফেরতযোগ্য। আমাদের অন্য পলিসি মোতাবেক আপনি যদি ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি (সিওডি) নির্বাচন করে থাকেন, তাহলে ফেরত দিতে হবে না কারণ আপনি আপনার অর্ডারের জন্য অর্থপ্রদান করেননি। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাঙ্কিং বা ব্যাঙ্ক ট্রান্সফার ব্যবহার করে করা অর্থপ্রদানের জন্য, আপনি আপনার নিজ নিজ অর্থ ফেরত পাবেন। কারিগরি ত্রুটির কারণে দুইবার অনলাইনে পেমেন্ট করা হলে, সেই পেমেন্টও ফেরত দেওয়া হবে। আপনি সাধারনত ৭-১০ কার্যদিবসের মধ্যে যেকোনো সময় সেই টাকা ফেরত পাবেন। আপনি যদি এই সময়ের মধ্যে ফেরত না পান, তাহলে অনুগ্রহ করে -loomncolor@gmail.com/info@loomncolor.com.bd তে আমাদের লিখুন যাতে আমরা তদন্ত করে এটার সমাধান খুব শীঘ্রই করতে পারি।